স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ২১৩ রানে অল আউট হয়েছে পাকিস্তান। সর্বোচ্চ ৪১ রান আসে হ্যারিস সোহেলের ব্যাট থেকে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানেই দুই ওপেনার আহমেদ শেহজাদ আর সরফরাজ আহমেদের উইকেট হারায় পাকিস্তান। হ্যাজলউডের বলে আউট হওয়ার আগে আহমেদ শেহজাদ করেন ৫ রান আর স্টার্কের বলে আউট হওয়ার আগে সরফরাজ আহমেদ করেন ১০ রান।

এরপর মিসবাহ-উল-হক আর হ্যারিস সোহেল ৭৩ রানের জুটি করে দলের হাল ধরেন। এরপর দ্রুত মিসবাহ আর হ্যারিস সোহেল আউট হলে বিপদে পড়ে পাকিস্তান। ম্যাক্সওয়েলের বলে আউট হওয়ার আগে মিসবাহ করেন ৩৪ রান আর ৪১ রান করে জনসনের বলে আউট হন হ্যারিস সোহেল।

শেষ দিকে শোয়েব মকসুদ আর আফ্রিদি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও অস্ট্রেলিয়ার বোলিং তোপে তা খুব বেশি দূর যেতে পারেনি। আউট হওয়ার আগে শোয়েব মকসুদ ২৯ আর আফ্রিদি করেন ২৩ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন হ্যাজলউড। স্টার্ক আর ম্যাক্সওয়েল নেন ২টি করে উইকেট।

(ওএস/এএস/মার্চ ২০, ২০১৫)