সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের পল্লীতে অগ্নিকান্ডে ৫জন কৃষকের বাড়িঘর ভস্মিভুত হয়েছে। বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান করছে ৫টি পরিবারের ১৫/২০জন সদস্য। আগুন নিভাতে গিয়ে ২জন গ্রামবাসি আহত হয়েছে।

জানাযায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের গৌরীপুর গ্রামের সোলেমানের বাড়িতে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অগ্নিপাতের সুত্রপাত ঘটে। এ সময় বাড়ির লোকজন ঘুমিয়ে ছিল এবং অনেকেই পাশর্^বর্তী নওগাঁ ওরসে ছিল। মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা অপর কৃষক সাহেব আলী, নায়েব আলী, আইয়ুব আলী ও আলাউদ্দিনের ঘরে আগুন ধরে যায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে স্থানীয় ভাবে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসি শ্যালো মেশিন ও পাইপের সাহাষ্যে প্রায় ৩ঘন্টা পানি ঢেলে প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ইতিমধ্যে ৫টি পরিবারের ধান,চাল, সরিষা, লেপ কাথা,নগদ ২৫ হাজার টাকা, ৬ভরি সোনার গহনা, জামা কাপড়সহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখার প্রখরে কেই ঘরের মধ্যে থেকে কোন জিনিস পত্র বের করতে পারেনি। আগুন নিভাতে গিয়ে জাহিদুল (২৫) ও সাইদার রহমান (২৭) আহত হয়েছে।

ওই গ্রামের প্রতিবন্ধী সাইফুল ইসলাম জানান, ৫টি পরিবারের সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি সকালে কি খাবে সে জিনিস পর্যন্ত তাদের নেই। এ ঘটনায় জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, মাগুড়াবিনোদ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনান্থল পরিদর্শন করেছেন এবং পরিবারের মধ্যে সার্বিক সহযোগিতার দেওয়া ঘোষনা দিয়েছেন। তাছাড়া রাতেই তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুনের সুত্রপাত কিভাবে ঘটেছে তা কেউ বলতে পারেনি।

(এসকে/এসসি/মার্চ২০,২০১৫)