স্টাফ রিপোর্টার : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যারকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মুখে আগামী ৩০ জুন  মানববন্ধন ও সমাবেশ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

সোমবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিআরইউ আয়োজিত কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বক্তারা অবিলম্বে সাগর-রুনির হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

(ওএস/এইচআর/মে ১২, ২০১৪)