স্পোর্টস ডেস্ক, ঢাকা : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। জিতেছিল রিয়াল। এবারও মুখোমুখি তারা, তবে ফাইনালে নয়, কোয়ার্টার ফাইনালে। শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। গ্রুপ পর্বে দুই দলই মুখোমুখি হয়েছিল একে অপরের। প্রথম লেগে বার্সা ৩-২ গোলে হারলেও দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে পিএসজিকে হারিয়েছিল ৩-১ ব্যবধানে। এ ছাড়া জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ লড়বে পোর্তোর বিপক্ষে আর জুভেন্টাসের বিপক্ষে মোনাকো। প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪-১৫ এপ্রিল আর ফিরতি লেগ ২১-২২ এপ্রিল। মজার ব্যাপার হলো, ইউরোপ সেরার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসতে পারেনি ইংলিশ কোন ক্লাব। যা গত তিন মৌসুমে ঘটল দ্বিতীয়বারের মতো।

কোয়ার্টার ফাইনালের সূচী

প্রথম লেগ
১৪ এপ্রিল
অ্যাটলেটিকো-রিয়াল
জুভেন্টাস-মোনাকো
১৫ এপ্রিল
পিএসজি-বার্সেলোনা
পোর্তো-বায়ার্ন

দ্বিতীয় লেগ
২১ এপ্রিল
বার্সেলোনা-পিএসজি
বায়ার্ন-পোর্তো
২২ এপ্রিল
রিয়াল-অ্যাটলেটিকো
মোনাকো-জুভেন্টাস

(ওএস/পি/মার্চ ২০, ২০১৫)