জকিগঞ্জ প্রতিনিধি :জকিগঞ্জের বাবুরবাজারে যত্রতত্র ফুটপাত ও যান চলাচলের সড়কে দোকান বসানোয় জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। জকিগঞ্জ-সিলেট সড়কে দোকানপাঠ বসানোয় যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ী সমিতি।

বাজারে মাছ ও সবজির সেড থাকলেও কতিপয় প্রভাবশালী চক্র গায়ের জোরে ফুটপাত ও সড়কে দোকান বসিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাছাড়া সবজি চাষী ও অন্যান্য বাজারের মাছ ব্যবসায়ীদের বাজারে উঠতে বাঁধা দেয়। সিন্ডিকেট করে তারা গ্রাহকদের কাছ থেকেও বেশী দাম হাঁকাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ের প্রতিকার চেয়ে বণিক সমিতির পক্ষে সাধারণ সম্পাদক আব্দুস সালাম উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী অফিসার টিটন খীসা একটি নোটিশ জারি করেছেন। বাজারের সৌন্দর্য রক্ষা, যান ও জন চলাচলের সুবিধা এবং দূর্ঘটনা এড়ানোর জন্য প্রতিদিন সবজি ও মাছ ব্যবসায়ীরা যত্রতত্র ব্যবসা না করে নির্দিষ্ট সেডে ব্যবসা করার নির্দেশ প্রদান করেন। কিন্তু ইউএনওর নির্দেশ জারির পরও সিন্ডিকেট ব্যবসায়ীরা অমান্য করে যত্রতত্র ব্যবসা হরদমে চালিয়ে যাচ্ছে।

বাবুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জানান, মাছ ও সবজির দাম স্বাভাবিক রাখতে বাজার বণিক সমিতি বারবার চেষ্টা করলেও কোন প্রতিকার হয়নি। সিন্ডিকেট ব্যবসায়ীরা ইউএনওর নির্দেশ অমান্য করেও ফুটপাত দখল করে সিন্ডিকেট ব্যবসা করছে। অন্য বাজারের মাছ ও সবজি ব্যবসায়ীরা এ বাজারে এসে ব্যবসা না করতে হুমকিও দিয়েছে। তিনি ফুটপাত দখল মুক্ত ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন।

(এসকেপি/এসসি/জানুয়ারি২০,২০১৫)