সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূমি অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ভুমি অফিসে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম আলম জানান, এমএলএসএস সামনের দিকে দায়িত্বরত থাকায় উপজেলা পরিষদ চত্বরের পূর্ব দিকে অবস্থিত ভুমি অফিসের পিছন দিক থেকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভুমি অফিসের কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা নির্ণয় করা যায়নি।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দিয়ানাতুল ইসলাম দিনার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে। অফিসের গুরুত্বপূর্ণ বেশকিছু কাগজ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।



(এমডি/এসসি/মার্চ২১,২০১৫)