বরিশাল প্রতিনিধি : জেলার বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর দারুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে চলতি দাখিল পরীক্ষায় প্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়া ও তাদের সহযোগীতার দায়ে ভ্রাম্যমান আদালতের রায়ে এক বছরের কারাদন্ড দেয়া দিয়েছে মাদ্রাসা শিক্ষক ও তার কলেজ পড়ুয়া ভাগ্নিকে। দন্ড প্রাপ্তদের শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরীক্ষার্থী শাহিনা আক্তারের পরিবর্তে শুক্রবার জীব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিতে কেন্দ্রে যায় তানিয়া আক্তার। উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সন্দেহ হলে তানিয়ার রেজিষ্ট্রেশন কার্ড যাচাই-বাছাই করেন। এ সময় প্রক্সি পরীক্ষা দেয়ার বিষয়টি ধরা পড়লে কলেজ ছাত্রী তানিয়াকে এবং তার সহায়তাকারী ওই কেন্দ্রের শিক্ষক রফিকুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম আটককৃত ভবানীপুর দারুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও তার ভাগ্নি বাকেরগঞ্জ এম.এ মালেক কলেজের ছাত্রী তানিয়া আক্তারকে এক বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

(টিবি/পিবি/মার্চ ২১,২০১৫)