বরিশাল প্রতিনিধি : কেন্দ্রীয় মহিলা আ’লীগের উপদেষ্টা ও জেলা আ’লীগ সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রী শাহান আরা আবদুল্লাহর হস্তক্ষেপে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া হাট-বাজার ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট সকালে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

হাট-বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হারুন বয়াতী জানান, ঠিকাদারী কাজের বিরোধকে কেন্দ্র করে গত ১৭ মার্চ গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমানের নেতৃত্বে ৭০/৮০ জনে অতর্কিত ভাবে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ, কলেজ, মসজিদ, মাহিলাড়া বাজারের ১০টি ব্যবসা প্রতিষ্ঠান, তিনটি কাউন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বাজারের সকল ব্যবসায়ীরা সম্মিলিতভাবে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা উত্তোলন করেন। বিষয়টি শাহানারা আবদুল্লাহ জানতে পেরে ব্যবসায়ীদেরকে ঘটনার বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

(টিবি/পিবি/মার্চ ২১,২০১৫)