নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সমানে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি মিনি ট্রাক থেকে এসব ফেনসিডিল এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার নজরুল ইসলামের ছেলে মুক্তার হোসেন (২৪), রাজশাহী মহানগরীল চাঁদগঞ্জ এলাকার বেলার হোসেনের ছেলে টিপু সুলতান (৩২)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের পরিদর্শক শাহ জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রামের ইউএনও রুহুল আমিন উপস্থিতিতে লাথুরিয়া এলাকায় অভিযান চালানো হয়। তিনি জানান, এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে একটি মিনি ট্রাকের দুটি প্যাকেট থেকে ৪৩০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের নামে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(এমআর/পিবি/মার্চ ২১,২০১৫)