বরিশাল প্রতিনিধি : সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চ নাটক “নয় বিচার হয়” শনিবার দুপুরে মঞ্চায়িত হয়েছে। বরিশাল জেলার গৌরনদী উপজেলার রানার থিয়েটারের পরিচালনায় পালরদী মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণের স্থায়ী মঞ্চে মঞ্চায়িত ব্যতিক্রমধর্মী এ নাটকটি উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।

পালরদী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পূর্বে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, রানার থিয়েটারের প্রতিষ্ঠাতা সম্পাদক, বেতার শিল্পী ও সাংবাদিক আমিন মোল্লার রচনায় এবং নিদের্শনায় নাটকটি মঞ্চায়িত হয়েছে। শেষে প্রধান অতিথি হিসেবে গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, বিআরবিডির চেয়ারম্যান মিয়া গোলাম মনির, সাবেক পৌর কাউন্সিলর জামাল হোসেন বাচ্চু প্রমুখ।
(টিবি/পিবি/ মার্চ ২১,২০১৫)