নিউজ ডেস্ক : টেক জায়ান্ট মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ- ১০ চলতি বছরের শেষ দিকে ১১১টি ভাষায় ব্যবহারিক সুযোগ নিয়ে একসঙ্গে বিশ্বের ১৯০টি দেশে বাজারে আসছে।

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টেরি ম্যায়ারসন এক ব্লগ পোস্টে এ খবর জানিয়েছেন ।

ম্যাশএবলের এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালের শেষ দিকে এটি বাজারে আসবে বলে জানায় মাইক্রোসফট। গত কয়েক বছরের মধ্যে মাইক্রোসফটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে অভিহিত উইন্ডোজ ১০ এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয় ২০১৪ সালের সেপ্টেম্বর।

টেরি ম্যায়ারসনের ব্লগ পোস্টে আরো বলা হয়, বিনামূল্যে উইন্ডোজের নতুন সংস্করণটিতে আপগ্রেড করতে পারবেন উইন্ডোজ ৭ ও ৮ ব্যবহারকারীরা। এছাড়াও, থাকবে নতুন ব্রাউজার, যা ‘স্পার্টান’ কোডনেইম দিয়েই বেশি পরিচিত।

(ওএস/এটিআার/মার্চ ২১, ২০১৫)