রংপুর প্রতিনিধি : উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের জেরে চার মাস তালাবদ্ধ থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার বেলা সাড়ে ১১টার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পালের উপস্থিতিতে পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ফটকের তালা খুলে দেন। এ সময় তারা একাডেমিক ভবনের ফটকের তালাও খুলে দেন।

এদিকে বিশ্ববিদ্যালয় খোলার খবরে সকাল থেকেই ক্যাম্পাসে আসতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা ক্লাস, পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করে।

অপরদিকে আন্দোলনকারী শিক্ষক, কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে মিছিল বের করলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় সংঘর্ষের ঘটনা ঘটেনি।

আন্দোলনকারীরা ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ির সামনে এবং আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান করছেন।

আন্দোলনকারীদের মুখপাত্র তাবিউর রহমান জানান, উপাচার্যের পদত্যাগের কোন বিকল্প নেই। আমরা আমাদের দাবিতে অনড়।

আন্দোলনের বিরোধিতাকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, উপাচার্যের বৈঠকের আহ্বানে আন্দোলনকারীরা সাড়া না দেওয়ায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।

(ওএস/পিবি/মার্চ ২২, ২০১৫)