সিংড়া (নাটোর) প্রতিনিধি : ঢাকার তুরাগ থেকে অপহৃত এক শিশুকে রবিবার সকালে সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের এক শিং তাড়াই গ্রাম থেকে উদ্ধার করেছে ডিএমপি ও সিংড়া থানা পুলিশ। এ ঘটনার চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটির নাম সোনিয়া (৫)। তার বাবার নাম নুরুল ইসলাম।

২০ মার্চ সকালে নিজ বাড়ী দৌড় পূর্ব পাড়া এলাকা থেকে সোনিয়াকে অপহরণ করা হয়। তার পরিবারের কাছে ২লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন অপহরণকারীরা। আটক হওয়া চার অপহরণকারী হলেন মিনহাজ উদ্দিন (৩২), তার স্ত্রী আজমি (২৫), ওহাব আলী ও চাঁন মিয়া। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি।
ঢাকা মেট্টোপলিটন পুলিশের এস আই আজিজুর রহমান ও কামাল হোসেন বলেন, ২০ মার্চ সকালে সোনিয়াকে অপহরণ করা হয়। ঘটনার দিন রাতেই শিশুটির পিতা নুরুল ইসলাম নারী শিশু নির্যাতন ও অপহরণ পূর্বক মুক্তিপন দাবি আইনে তুরাগ থানায় একটি মামলা করে।
অপহরণের পর অপহরণকারীরা ফোন করে সোনিয়ার পরিবারের কাছে ২লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ঢাকা মেট্টোপলিটন পুলিশ মুক্তিপনের টাকা দেয়ার নাটক সাজিয়ে মোবাইল টেকিং এর মাধ্যমে রবিবার সকালে সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় উপজেলার ২নম্বর ডাহিয়া ইউনিয়নের এক শিং তাড়াই গ্রামের এক বাড়ী থেকে তাদের আটক করা হয়।
(এএমআর/পিবি/মার্চ ২২,২০১৫)