খুলনা প্রতিনিধি : খুলনার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে রবিবার দুপুরে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড। এর আগে শনিবার দুপুরে একই এলাকা হতে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মংলা) অপারেশন অফিসার লে: কমান্ডার এম আলাউদ্দিন নয়ন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা রবিবার দুপুরে খুলনার খানজাহান আলী সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় সেতুর টোলপ্লাজার কাছাকাছি স্থানে দাড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে ভারতীয় শাড়ী বোঝাই করছিল চোরাকারবারীরা। চোরাকারবারীরা কোস্ট গার্ড সদস্যদের দেখতে পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই বাসে তল্লাশী চালিয়ে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২শ ৪০ পিচ শাড়ী জব্দ করা হয়। এর আগে শনিবার দুপুরে একই স্থান থেকে প্রায় ১০ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ১০ বস্তা জিরা, ১শ ২৫পিচ শাড়ী, ১শ ৮পিচ থ্রিপিচ ও ২ হাজার মিটার থান কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য মংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।
(জেএইচ/পিবি/মার্চ ২২,২০১৫)