বাগেরহাট প্রতিনিধি : বিশ্ব পানি দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সনাক নামের ওই সংগঠনটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় জেলা বাগেরহাটে বিশুদ্ধ পানির সংকট দিন দিন বাড়ছে। দিন দিন পানিতে লবনাক্ততা বাড়ছে। জেলার মিষ্টি পানির জলাধারগুলো একে একে ভরাট করে ফেলা হচ্ছে। তাই এখনই এসব জলাধার রক্ষা করতে আমাদের সচেতন হতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, সাবেক সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রব, সদস্য শিল্পী সমাদ্দার, জ্ঞানরঞ্জন চক্রবর্ত্তী, মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন, আজমল হোসেন প্রমুখ।

(একে/এএস/মার্চ ২২, ২০১৫)