স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বিচার শুরু হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন।

সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।

দুদকের আইনজীবী মেজবাহউদ্দিন চৌধুরী বলেন, সম্পদ বিবরণী দাখিলের জন্য মুফতি ইজাহারকে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু বারবার নোটিস দেওয়া সত্ত্বেও সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদকের নোটিশ অমান্য করার আইনে মামলা হয়। গত বছর দুদক ওই মামলা করে। মামলায় গত ২৮ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে দুদক।

(ওএস/এটি/মে ১২, ২০১৪)