সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য সেবায় ইপিআিই টিকাদান কর্মসূিচতে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) ও ইন এ্যকটিভেটেড পোলিও ভ্যাকসিন (আইপিভি) সংযোজন উপলক্ষে এক কর্মশালা রবিবার সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
সিভিল সার্জন মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শাহিন হাসান, সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মো. মাহবুব হাসান, জেলা প্রশিক্ষন কর্মকর্তা (কৃষি অধিদপ্তর) তাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগের কথার সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

কর্মশালায় নতুন দুটি ভ্যাকসিন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় জেলার সকল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রোটারী ক্লাবের সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

(এসএস/এএস/মার্চ ২২, ২০১৫)