আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে বৃষ্টির সময় আকাশে মেঘ ডাকলে কোন কোন সময় পাশের ঝিল থেকে রাস্তায় কৈ মাছ উঠতে দেখা যায়। কিন্তু কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে যদি শুধু মাগুর মাছ আর মাগুর মাছ পড়ে থাকতে দেখেন তাহলে অবাক হবেন নিশ্চয়।

চীনের গাইজো প্রদেশের একটি রাস্তায় ঘটেছে এমন ঘটনা। মাগুর মাছ পরিবহনের একটি লরি ট্রাক থেকে প্রায় ৫ টনের মত মাগুর মাছ পড়ে গেলে রাস্তাজুড়ে এমন দৃশ্যের অবতারনা হয়।

পরে রাস্তা থেকে মাছগুলোকে সরাতে আপদকালীন কর্মীদের সাথে স্থানীয় জনগনও হাত লাগায়। তবে তাদের জন্য কাজটি খুব সহজে করা হয়ে উঠেনি। এতে অবশ্য অনেক মাছ মারা যায়। দিন শেষে রাস্তা পরিস্কার করতে বুলড্রোজারেরও সাহায্য নেয়া হয়।

(ওএস/এটিআর/মার্চ ২২, ২০১৫)