বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর উপজেলার চাঁদপুরে মোটরসাইকেল ধাক্কায় সুমাইয়া নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুরা ইউনিয়নের বৈড়াগীবাড়ির পুল এলাকার কালাই শিকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুমাইয়া কালাই শিকদার বাড়ির রুহুল আমিন মিয়ার মেয়ে ও তালুকদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

বরিশাল মেট্রোপলিটন বন্দরথানার ওসি রেজাউল ইসলাম জানান, সন্ধ্যায় বৈড়াগীবাড়ির পুল এলাকার কালাই শিকদার বাড়ির সামনে একটি মোটরসাইকেল সুমাইয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সুমাইয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ওএস/এটিআর/মার্চ ২২, ২০১৫)