স্পোর্টস ডেস্ক : গম্ভীরের প্রতিভা নিয়ে সংশয় কোনো কালেই ছিল না। জাতীয় দলের হয়ে একটা সময় ইর্ষণীয় ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তিনি। ওয়ান ডে বিশ্বকাপের পর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন তিনি। এভাবে ওপেনিংয়ের যায়গাটাও হারান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দল যায়গা হয়নি তার। ছন্দে ফিরতে তাই ভরসা ছিল আইপিএল-সেভেন। সেখানেও প্রথম কয়েকটি ম্যাচে চরমভাবে ব্যর্থ। এরপর গত এক সপ্তাহ ধরে ‘কী এক অজানা’ কারণে তার ব্যাট হাসতে থাকে।

অজানা কারণটা জানা গেল গতকাল। পাঞ্জাবের মালকিন প্রীতি জিনতা জানিয়ে দিলেন সবাইকে। পরে স্বীকার করলেন গম্ভীরও।

পুরস্কার-বিতরণী মঞ্চে প্রীতি বলেন, গম্ভীরের ভাগ্য-পরিবর্তন হয়েছে তার সংসারে কন্যাসন্তানের আগমনের পর। এরপর কেকেআর ক্যাপ্টেনও বলে দিলেন, ‘নিঃসন্দেহে, যা হচ্ছে অনেকটাই ওর জন্য। আমার কাছে ব্যাপারটা আশীর্বাদের মতো। ও আসার পর জীবন অনেক পাল্টে গিয়েছে আমার। আজ যে ভাবে আমি খেললাম, বা গত কয়েকটা ম্যাচে যে ভাবে খেলছি, তার অধিকাংশ কৃতিত্ব দিতে চাই আমার মেয়েকে।’

(ওএস/এটি/মে ১২, ২০১৪)