স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। সেই জ্বরে আক্রান্ত সারাবিশ্ব। যার আঁচ লেগেছে ক্রিকেটারদের গায়েও। যেমন ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলের ফাঁকে ফুটবল বিশ্বকাপে মেতেছেন তিনিও। আসন্ন মেগা ইভেন্টে রীতিমতো বাজি ধরেছেন ফিলিপ লামের জার্মানিকে নিয়ে।

ব্যাঙ্গালোরের অ্যাডিডাসের একটি অনুষ্ঠানের ফাঁকে বিশ্বকাপ ফুটবল নিয়ে কোহলি বলেন, 'এবার আমি সত্যিই জার্মানির দিকে তাকিয়ে আছি। কারণ তারা বিশ্ব ফুটবলের সবচেয়ে বিপজ্জনক দল। মনে হয় এটা জার্মানির বছরই হতে চলেছে।'

প্রিয় দল যখন জার্মানি, প্রিয় ফুটবলারও এ দলেরই হবে। কোহলির প্রিয় ফুটবলার জার্মান অধিনায়ক লাম। কেন লামকে পছন্দ করেন? কোহলির ব্যাখ্যা_ 'তার খেলার স্টাইল আমার খুব ভালো লাগে। অনেক পরিশ্রম করেন। দলের জন্য সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেন তিনিই।'

পাশাপাশি তার ফেভারিটের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিও আছেন, তা জানিয়েছেন কোহলি। এ দুই সুপারস্টারের সঙ্গে দেখাও করতে চান ভারতের সহ-অধিনায়ক_ 'ক্রিশ্চিয়ানো রোনালদো আমার ফেভারিট। একই সঙ্গে মেসিকেও ভালো লাগে। কারণ আমার মতো তারা দু'জনও অ্যাডিডাসের সঙ্গে যুক্ত।'

(ওএস/এটি/মে ১২, ২০১৪)