নাটোর প্রতিনিধি : ঢাকা থেকে অপহৃত সোনিয়া খাতুন নামে চার বয়সী এক শিশুকে রবিবার নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত কৈপুকুরিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। এসময় মহিলাসহ ৪ অপহরণকারীকে আটক করা হয়। অপহৃতা শিশুটি ঢাকার তুরাগের দৌড় পূর্বপাড়া এলাকার রিক্সা মেকানিক নুরুল ইসলামের মেয়ে।

শিশুটিকে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে আপহরণকারীরা। আটককৃতরা হলো সিংড়া উপজেলার বড়গ্রামের শাহানুরের ছেলে ওহাব আলী (২৬) , একই উপজেলার তাড়াই এলাকার চান মিয়া (৪০) ,ঢাকার তুরাগ এলাকার মৃত: দুদু মিয়ার ছেলে মিনহাজ (৩০) ও একই এলাকার ধলু মিয়ার স্ত্রী আজমী বেগম (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তুরাগ এলাকায় রিক্সা গ্যারেজে মোবাইল চুরির ঘটনায় সালিসে ঢাকার চান্দুরা এলাকার মিনহাজ উদ্দিন (৩০) নামে রিক্সা চালকের সাথে ওই গ্যারেজের মেকানিক নুরুল ইসলামের বচসা হয়। মিনহাজ উদ্দিন ওই ঘটনার জেরে নুরুল ইসলামের চার বছরের মেয়ে সোনিয়া খাতুনকে গত বৃহস্পতিবার অপহরন করে। পরে মোবাইল ফোনের মাধ্যমে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি তুরাগ থানার পুলিশকে জানায়। পুলিশ ওই মোবাইল ফোনের সূত্র ধরে অনুসন্ধান করে নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত ও দুর্গম কৈপুকুরিয়া গ্রামে সিংড়া থানার পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় মহিলাসহ ৪ জনকে আটক করা হয়।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তুরাগ থানায় শিশু অপহরণ মামলা হয়েছে।

(এমআর/এএস/মার্চ ২৩, ২০১৫)