লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।  সোমবার দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় লৌহবল নিক্ষেপ, হাড়িভাঙ্গা, নামসংগ্রহ, মার্বেলদৌড়, আবৃত্তি, গান, ইসলামী সঙ্গীত, কৌতুক, যেমন খুশি-তেমন সাজোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকালে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বশিরুল হক বশির। অন্যান্যেরর মধ্যে উপস্থিত ছিলেন এবিএনকে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আসাদুজ্জামান মন্ডল, গাজী শহিদুল ইসলাম, টিএম মনিরুজ্জামান, লতিফা বেগম, কলেজ প্রভাষক রূপক মুখার্জি, আশরাফুল ইসলাম, দুর্গা সরকার, ফরহাদ খান, বিভাষ কুমার রায়, তানিয়া খানম, লিপিকা কুন্ডু, প্রকাশ পাঠক, ফেরদৌসী খানম, গোলাম কিবরিয়া, এনামুল মল্লিক, জাহিদুল খান, মহসিন শেখ, রাজিয়া বেগম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন ইনিশা ইসলাম তমা, শ্রেয়া বিশ্বাস, অঙ্কিতা বালাসহ স্থানীয় শিল্পীরা।

(আরএম/পিবি/মার্চ ২৩,২০১৫)