বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আব্দুর রাজ্জাক ওরফে কালাই খোকন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতাসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে আদালত দণ্ডাদেশ প্রাপ্ত প্রত্যেকে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

অভিযোগ প্রমানিত না হওয়ায় চ্যানেল-২৪ এর বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ও দুলাল আকন নামে অপর দুই আসামীকে খালাস দেয়। সোমবার বিকালে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট পৌরসভার ১ নং ওয়াডের্র সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য অহিদুজ্জামান ওরফে ওহিদ, মিলন শেখ, ইব্রাহিম শেখ, হেলাল আকন। এই আসামীদের বাড়ি বাগেরহাট শহরের হরিণখানা এলাকায়। রায় ঘোষনার সময় আসামীরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বাগেরহাট রাষ্ট্রপক্ষের সরকারী কৌশুঁলী শেখ মোহাম্মদ আলী জানান, ২০০৭ সালের ২৫ মে হরিণখানা গ্রামের মৃত. মীরাজ উদ্দিন গাজীর ছেলে গাজী আব্দুর রাজ্জাক ওরফে কালাই খোকনকে চোর সন্দেহে আসামীরা পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত রাজ্জাকের ভাই লুৎফর রহমান গাজী বাদী হয়ে ওই দিন বাগেরহাট মডেল থানায় বাগেরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুজ্জামান ওরফে ওহিদ, মিলন শেখ, ইব্রাহিম শেখ, হেলাল আকন, চ্যানেল-২৪ এর বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলাম ও দুলাল আকনকে আসামী করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মো: আকরাম আলী ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর ওই ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

এই মামলার ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ জনকে বেকসুর খালাস প্রদান করেন।

(একে/এএস/মার্চ ২৩, ২০১৫)