স্টাফ রিপোর্টার : দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটাতে জনশক্তি, ফার্মাসিউটিক্যাল, লেদার খাতে আরও আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনামের সরকার।

সোমবার দুপুরে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের সঙ্গে শিল্প অ্যান্ড ট্রেড মন্ত্রণালয়ে উপমন্ত্রী হুআং কুক ভুং সাক্ষাতকালে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশও বিনিয়োগে আগ্রহী। ভিয়েতনামে পণ্য রপ্তানি করতে চাই।

তিনি বলেন, লেদার, কেমিক্যাল প্রোডাক্ট, পাট, ফার্মাসিউটিক্যাল জনশক্তি ক্রমেই বেড়ে চলছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত অ্যাঙ্গুয়েন কুয়াং খাক, এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, পরিচালক কহিনুর ইসলাম, আব্দুল হক, হারুন উর রশিদ, ওবায়দুর রহমান, সৈয়দ মোস্তাফিজুর রহমান, ঢাকা চেম্বারের সহ সভাপতি সোয়েব চৌধুরী, রাঙ্গামাটি চেম্বারের প্রথম সহ-সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া প্রমুখ।

ভিয়েতনামের উপমন্ত্রী হুআং কুক ভুং বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে ব্যবসায়ীদের ভিসা প্রসেসিং সহজ করা হবে। এ ক্ষেত্রে দুদেশের ব্যবসায়ীদের আরও সক্রিয় হতে হবে। এসময় তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্যে সমতা আনতে সরকার ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বক্তরা জানান, ২০১১-১২ অর্থবছরে ভিয়েতনামে রপ্তানি হয়েছে ৪৪ দশমিক ৫০ মিলিয়ন ডলার যার বিপরীতে আমদানি হয়েছে ৩০১ দশমিক ৬১ মিলিয়ন ডলার, ২০১২-১৩ অর্থবছরে ভিয়েতনামে রপ্তানি হয়েছে ৩৮ দশমিক ২৪ মিলিয়ন ডলার যার বিপরীতে আমদানি হয়েছে ৩৪৯ দশমিক ২০ মিলিয়ন ডলার, ২০১৩-১৪ অর্থবছরে ভিয়েতনামে রপ্তানি হয়েছে ৫৫ দশমিক ৯৬ মিলিয়ন ডলার যার বিপরীতে আমদানি হয়েছে ৫৮২ দশমিক ২৪ মিলিয়ন ডলার।

(ওএস/এটিআর/মার্চ ২৩, ২০১৫)