আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে গতকাল সোমবার তৃতীয় বারের মত বরিশালের আগৈলঝাড়ায় টেম্পু  মালিক ও চালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

প্রিসাইডিং অফিসারের দ্বায়িত্বে থাকা উপজেলা শ্রমিকলীগ সভাপতি সোহেল ইমরোজ লিটন তালুকদার জানান, সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৩টা পর্যন্ত আগৈলঝাড়া প্রি-ক্যাডেট এ্যান্ড কেজি স্কুলে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। এতে ৩শ ৬৯ জন ভোটারের মধ্যে ২৫৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। এর মধ্যে পূর্বেই বিনা প্রতিদন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েলিলেন সেলিম বেপারী।

নির্বাচন কমিশনার লিটন তালুকদার কর্তৃক ঘোষিত ফলাফলে মহিদুল মোল্লা (১২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসকাপতি নির্বাচিত হয়েছেন সোহেল হাওলাদার (১০৯) ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইদ্রিস ফকির (১১৯) ভোট, মো. সাহেদ খান রাসেল (১৩৫) ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, বাচ্চু ফকির (১৪৯) ভোট পেয়ে কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন আল-আমিন ফকির (১৩৮), মো. ফিরোজ খান (১০৫) তৈয়ব আলী খান (৭৭) ও সাইদুল মোল্লা (৫২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

(টিবি/এএস/মার্চ ২৩, ২০১৫)