নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদরাসার অবৈধ অভিভাবক সদস্যর পদ বাতিল ও অযোগ্য শিক্ষককে অধ্যক্ষ পদে নিয়োগ বন্ধের দাবিতে মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে । সোমবার সকালে মাদরাসা সংলগ্ন সড়কে তারা ওই কর্মসূচি পালন করে।

জানা যায়, মাদরাসার অধ্যক্ষ পদে একাধিক তৃতীয় বিভাগ প্রাপ্ত দুর্নীতিগ্রস্ত শিক্ষক ওসমান গণিকে নিয়োগের চেষ্টা চলছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে অভিভাবক না হয়েও পছন্দের দুই জনকে ছাত্র অভিভাবক সদস্য করা হয়েছে। এদের একজন হলেন নুরুল ইসলাম সরকার যার ছেলে পাবনা এডওয়ার্ড কলেজে এবং আব্দুল মান্নাফ যার মেয়ে এনএস সরকারি কলেজে সম্মান শ্রেণীতে পড়ালেখা করছে।

মানববন্ধনকালে অভিভাবকদের মধ্যে আব্দুল কাদের মুন্সী, মাওলানা মুসলিমউদ্দিন খান, মাওলানা সিরাজুল ইসলাম, সাবেক ছাত্র জহিরউদ্দিন বাবর ও নাসিরউদ্দিন গাজী বক্তব্য রাখেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, তফশীল গোপন রেখে ভুয়া অভিভাবক সদস্য বানিয়ে মাদরাসায় ম্যানেজিং কমিটি গঠণ করা হয়েছে। যা বিধিসম্মত বা নিয়মতান্ত্রিক উপায়ে হয়নি। অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। অন্যথায় মাদরাসায় তালা ঝুলিয়ে দেয়া হবে বলে হুমকি প্রদান করা হয়।

(এমআর/এএস/মার্চ ২৩, ২০১৫)