লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার সদর উপজেলার চরশাহী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। বিস্ফোরিত হয়েছে একটি ককটেল। তবে এতে কেউ আহত হয়নি।

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন জানান, ওই গ্রামের ব্যাপারী বাড়ির পুকুরঘাটের নিচে একটি কাগজের পোটলা দেখতে পায় শিশুরা। এক শিশু ওই ব্যাগ থেকে একটি ককটেল বের করলে অন্যরা বোমা বলে চিৎকার শুরু করে।

এ সময় ওই শিশু ককটেলটি ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে বাকি ককটেলগুলো নিয়ে যায়।

চরশাহী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম ঘটনার জানান, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এটিআর/মার্চ ২৩, ২০১৫)