নীলফামারী প্রতিনিধি : ২০ দলীয় জোটের ডাকা টানা ৭৭ দিনের হরতাল অবরোধে নীলফামারী জেলায় তেমন কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। ১৪ দলীয় জোটের নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের শক্ত অবস্থানের কারনে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।

সৈয়দপুর উপজেলা সদরের ব্যবসায়ী হিরা শর্মা বর্মন (৪৫) জানান , প্রথম দিকে একটু আতঙ্কের মধ্যে থাকলেও এখন সেটা নেই। তবে দুরপাল্লার যানবহন কম চলার কারণে ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে। নীলফামারীর সদরের সাংবাদিক জিয়াউর রহমান (২৮) শুধুমাত্র ২১ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের একটি মিছিল বের হয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। আর কোন নেতাকর্মীকে এতদিনেও রাজপথে দেখা যায়নি। ডোমার উপজেলার পল্লীর চিকিৎসক লাববু (২৫) জানান, কয়েকদিন আগে বিএনপির হরতালের সমর্থনে একটি মিছিল বের হলে পুলিশি বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায় এবং নাশকতার অভিযোগে পুলিশ দুজন যুবদল নেতাকে গ্রেফতার করে। জলঢাকা উপজেলায় সব কিছু স্বাভাবিক থাকলেও এজাহার ভুক্ত মামলার আসামীরা মাথায় হেলমেট লাগিয়ে ঘোরা ফেরা করতে দেখা গেছে। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
(কেএম/পিবি/মার্চ ২৪,২০১৫)