বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের হাসপাতাল এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে ৩জন। এ ঘটনায় প্রাথমিকভাবে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, আজ দুপুর ১২টার দিকে শহরের হাসপাতাল এলাকায় সুকুমার দাশের বাসায় বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই ফায়ার সার্ভিসের এক কর্মীর বাসাসহ মোট ৮টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে এ ঘটনার আগে বেলা সাড়ে ১১টায় বালাঘাটা ব্রিকফিল্ড এলাকায় আগুন লাগলে রাখাল চন্দ্র দে’র একটি বসতবাড়ী পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় হাসপাতাল এলাকায় আগুন লাগে। ফলে ফায়ার সার্ভিস হাসপাতাল এলাকায় পৌছতে আধাঘন্টা সময় নেয়। এতে আগুনে ক্ষয়ক্ষতি বেশী হয় বলে দাবী করেছেন স্থানীয়রা। আগুন নেভাতে গিয়ে এ ঘটনায় ২জন আহত হয়। স্থানীয়দের দাবি এ অগ্নিকান্ডে কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেছেন পৌর মেয়র মোঃ জাবেদ রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মোঃ ইসলাম বেবী, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর প্রমুখ।
(এফবি/পিবি/মার্চ ২৪,২০১৫)