মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মেম্বার মামলত হোসেনের ফাঁসির দাবিতে মেহেরপুর শহরের সার্কিট হাউজ সড়কে বিক্ষোভ করছে সোনাপুর গ্রামবাসী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় থেকে সোনাপুর গ্রামের কফিল উদ্দিন মাষ্টারের নেতৃত্বে গ্রামের শতশত মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছে।
খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ঘটনাস্থলে পৌছেছেন। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বিক্ষুব্ধ গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় একটি ছাগল চুরিকে কেন্দ্র করে সোনাপুর গ্রামে মামলত মেম্বার ও কফিল উদ্দিন মাষ্টারের লোকজনের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে মামলত মেম্বারসহ ৪ জন আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষের ঘরবাড়ি ভাংচুর সহ বোমা হামলার ঘটনা ঘটে। মামলত মেম্বারের বাড়ি থেকে ২ টি বোমা রাস্তায় ছুড়ে মারলে পুলিশ মামলত মেম্বারকে আটক করে।

(ইএম/পিবি/মার্চ ২৪,২০১৫)