স্টাফ রিপোর্টার : একনেক কমিটি ১ হাজার ২০৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পাঁচ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি-২ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব প্রকল্প ব্যয়ের এক হাজার ১৭০ কোটি ৫৬ লাখ টাকা আসবে সরকারি খাত (জিওবি) থেকে। এবং সংশ্লিষ্ট সংস্থার নিজ নিজ তহবিল থেকে আসবে ৩৪ কোটি ৯৪ লাখ টাকা।

একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।

(ওএস/এএস/মার্চ ২৪, ২০১৫)