ঝালকাঠি প্রতিনিধি : ‘যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করবো চিকিৎসা করে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে মঙ্গলবার নানা আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও নাটাবের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মৃনাল কান্তি বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এফপিএবি সভাপতি মনোয়ার হোসেন খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মো. হেমায়েত হোসেন, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি (ভারপ্রাপ্ত) সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, জেলা নাটাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সমাজসেবক রুস্তম আলী চাষী, ব্র্যাকের জেলা প্রতিনিধি আবদুস সামাদ ও জেলা ম্যানেজার সুশান্ত হাওলাদার, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস ও জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি জুবায়ের হোসেন আলোচনায় অংশ নেন।

(এএম/এএস/মার্চ ২৪, ২০১৫)