মাগুরা প্রতিনিধি : মাগুরায় পেট্রোলবোমা হামলায় তিন শ্রমিকের মৃত্যু ও ছয়জন গুরুতর দগ্ধের ঘটনায় সন্দেহভাজন গাজী খালিদ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মহম্মদপুর থানার পুলিশ উপজেলার বালিদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের গাজী মোসলেমের ছেলে। বোমা হামলায় ব্যহৃত মোটর সাইকেলটির মালিক এই যুবকের বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার রাতে মাগুরা-যশোর সড়কের মঘীরঢাল এলাকায় ট্রকে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটে। পুলিশ পরে বোমা হামলায় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে। উদ্ধারকৃত মোটরসাইকেলটির কাগজপত্রে মালিক হিসেবে আটক যুবক খালিদের নাম রযেছে। তবে তার বাবা গাজী মোসলেম দাবি করেন, ‘গাড়টি তিন বছর আগে তার ছেলে বিক্রি করে দেয়। মালিকানার কাগজপত্র পরিবর্তন না করায় তার নামই রয়ে গেছে।’

পুলিশ খালিদকে মাগুরার জেল হাজতে পাঠিয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বিকার করেছেন।

প্রসঙ্গত, মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘী’র ঢাল এলাকায় গত শনিবার সন্ধ্যা সোয়া আটটার দিকে একটি ট্রকে দুটি পেট্রোল বোমা হামলায় চালকসহ ৯ জন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে রওশন আলী (৪০), শাকিল মোল্যা (২০) ও মতিন বিশ্বাস (২৫) নামের তিনজন শ্রমিক মারা যান। গুরুতর অন্য ৬ দগ্ধ শ্রমিক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জেলা বিএনপির ৫৬ কর্মীকে আসামী করে পুলিশ মামলা দায়ের করেছে।

(ডিসি/এএস/মার্চ ২৪, ২০১৫)