নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলার চাকলা নামক স্থানে ট্রাক্টরের চাপায় বাচ্চু হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। ওই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহি ভোলানাথ সরকার (৪৫) গুরুতর আহত হয়েছেন।

নওগাঁ-বদলগাছি সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু হোসেনের বাড়ি নওগাঁ সদর উপজেলার তিলকপুরে ও আহত ভোলানাথ তার প্রতিবেশি। ভোলানাথ নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শিরা জানায়, ওই সময় তারা নওগাঁ সদর থেকে তিলকপুরের বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে তাদের মোটরসাইকেলটিকে ট্রাক্টর চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ওই দুর্ঘটনাটি ঘটে।

নওগাঁ সদর মডেল থানার উপ পরিদর্শক ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনা স্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

(বিএম/এএস/মার্চ ২৪, ২০১৫)