বান্দরবান প্রতিনিধি : জেলায় পৃথক অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার দুপুরে শহরের নিউগুলশান ও পশ্চিম বালাঘাটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দমকলবাহিনী ও স্থানীয়রা জানান, জেলা শহরের নিউগুলশান এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ৯টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনীর ২টি ইউনিট এবং স্থানীয় লোকজনের প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, সদর উপজেলার পশ্চিম বালাঘাটায় চুলা থেকে আগুন লেগে এক ব্যবসায়ীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বান্দরবান ফায়ার সর্ভিসের ইউনিট কর্মকর্তা রণবীর দাশ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট ও চুলার আগুন থেকে পৃথক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি বসতঘর পুড়ে গিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

পরে বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন।

(ওএস/এটিআর/মার্চ ২৪, ২০১৫)