আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় অপহৃত ২ বাংলাদেশি নাগরিককে ছেড়ে দিয়েছে জঙ্গিরা।

সোমবার তাদের ছেড়ে দেয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, হেলাল ও আনোয়ার এখন ত্রিপোলি থেকে ৭০০ কিলোমিটার দূরে সিরতে হাসপাতালে আছেন। তাদের দুজনেরই শারীরিক অবস্থা স্বাভাবিক। শিগগির তাদের কর্মস্থলে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, গত ৯ মার্চ লিবিয়ার সিরাত শহরের দক্ষিণে আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে ১১ নিরাপত্তাকর্মীকে হত্যা করে আইএস। নিরাপত্তা বাহিনী ওই তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর জানা যায় যে, জঙ্গিরা ৯ জন কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। ওই ৯ জনের মধ্যে জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসেন নামের ২ বাংলাদেশি থাকার বিষয়ে নিশ্চিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

(ওএস/এটিআর/মার্চ ২৫, ২০১৫)