নাটোর প্রতিনিধি : নাটোর আদালতে বিচারাধীন ২৯ হাজার ৫৯২টি মামলা দ্রুত নিষ্পত্তি করতে তদন্তকারী কর্মকর্তা ও ময়না তদন্তকারী চিকিৎসকদের ঠিকানাসহ মোবাইল ফোন নম্বরের ডাটাবেজ তৈরী করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার নাটোর জেলা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুডিশিয়াল কনফারেন্সে জেলা ও দায়রা জজ মোসাঃ লুৎফা বেগম এই নির্দেশনা দেন। একই সাথে বিচারাধীন মামলার সাক্ষ্য গ্রহণ তরান্বিতসহ সমন ও ওয়ারেন্ট সঠিক সময়ের মধ্যে জারী করা এবং বিচারকদের কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে বিচার কাজ সম্পন্ন করার আহবান জানানো হয়।
জুডিশিয়াল কনফারেন্সে জানানো হয়, নাটোর জেলায় বর্তমানে ২৯ হাজার ৫৯২টি মামলা চালু আছে। এরমধ্যে ফৌজদারী ১২ হাজার ১৮০টি ও দেওয়ানী ১৭হাজার ৪১২টি। তবে বিশেষ উদ্যোগে ইতোমধ্যে ১লা জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত এক হাজার ৯৯২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যেসব বাধাবিপত্তি রয়েছে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচকবৃন্দ আদালতের নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধির উপায় নিয়েও পরামর্শ উপস্থাপন করেন।
কনফারেন্সে জেলা ম্যাজিষ্ট্রেট ও প্রশাসক মোঃ মশিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বনিক, সিভিল সার্জন ফেরদৌস নিলুফার, নাটোর আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন টগর, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জিপি আসাদুল ইসলাম, পিপি সিরাজুল ইসলাম, স্পেশাল পিপি শাহজাহান কবির, জেলা সুপার ফারুক আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহম্মদ মশিউর রহমান আকন্দ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ, মুখ্য বিচারিক হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী, সদর সহকারী জজ জাহাঙ্গীর হোসেন, সিংড়া সহকারী জজ রেজাউল করিম ও জৈষ্ঠ বিচারিক হাকিম নাদিরা সুলতানা প্রমুখ অংশ নেন ।
(এমআর/পিবি/মার্চ ২৫,২০১৫)