নাটোর প্রতিনিধি :  নাটোরে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন ও করদাতাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের একটি চায়নিজ রেস্তোরায় কাষ্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট এ সেমিনারের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কর অঞ্চলের যুগ্ম কমিশনার শওকত আলী সাদী। কাষ্টমস, এক্সসাইজ ও ভ্যাট এর বিভাগীয় কর্মকর্তা কেফায়েত উল্লাহর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক ও রাজশাহীর যুগ্ম কমিশনার রেজাউল হক প্রমুখ। সেমিনারে নতুন মূল্য সংযোজন কর ও সম্পুরক আইন-২০১২ সুবিধা সমূহ বিষদ আলোচনা করেন বক্তারা।
(এমআর/পিবি/মার্চ ২৫,২০১৫)