নওগাঁ প্রতিনিধি : বুধবার বেলা সোয়া ২টার দিকে বিজিবি নওগাঁ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোয়ানরা ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি হোন্ডাসহ ২ মাদক পাচারকারীকে পাকড়াও করেছে।

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক কমান্ডিং অফিসার লে. কর্ণেল মো. জাহিদ হাসান জানান, ব্যাটালিয়নের রহনপুর বিওপির নায়েব সুবেদার রনজিত কর্মকারের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের নুনগোলা বাস ষ্ট্যান্ড এলাকায় হোন্ডার ২ আরোহী আব্দুল মালেক (৩৫) ও মো. রাসেল (২৮)কে পাকড়াও করে তাদের দেহ তল্লাশী করে কৌশলে বডি সেটিং অবস্থায় ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তাদের ১ বছর করে জেল দেয়া হয়।

(বিএম/এএস/মার্চ ২৫, ২০১৫)