মাগুরা প্রতনিধি: ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবীতে মাগুরায় মোমবাতি জ্বালিয়ে র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মাগুরা জেলা শাখা। আজ বুধবার সন্ধ্যায় শহরের চৌরঙ্গীর মোড়ে এ কর্মসূচী পালন করা হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মাগুরা জেলা শাখার যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, আওয়ামীলীগ নেতা বাসুদেব কুন্ডু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. কাজী তারিফুজ্জামান, জেলা মহিলা পরিষদ নেত্রী লিপিকা দত্ত, জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল সহ অন্যরা।

বক্তব্য রাখেন জেলা নির্মূল কমিটির যুগ্ম আহবায়ক এ টি এম আনিসুর রহমান, সৈয়দা শামসুন্নাহার জ্যো¯œা, সাধারণ সম্পাদক রূপক আইচ, যুগ্ম সম্পাদক খন্দকার আহম্মদ আলী, পৌর সাধারণ সম্পাদক সাকিবুল হাসান তুহিন, যুব নেতা ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা সাধারণ সম্পাদক মীর মনিরুল ইসলাম লিটন, যুবনেতা আইদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের ২৫ শে মার্চের অপারেশন সার্চলইটের গণহত্যাকে বিশ্বের ইতিহাসে নৃশংসতম গণহত্যা উল্লেখ করে এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল অর্জনকে বিশ্বের ইতিহাসে যথাযথভাবে উপস্থাপন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

(ডিসি/এসসি/মার্চ২৬,২০১৫)