লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, উন্মুক্ত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, কুঁচকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, মহিলাদের বালিশ বদল প্রতিযোগিতা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সাংস্কৃতি অনুষ্ঠান।

বৃহস্পতিবার সকাল ৭টায় স্থানীয় মোল্যার মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠনিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকতার হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমানসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এ সময় উপজেলার অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুঁচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। দুপুরে স্থানীয় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকতার হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু প্রমুখ।
পরে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

(আরএম/এএস/মার্চ ২৬, ২০১৫)