মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩১বার তপোধ্বনী, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় সঙ্গীত,পতাকা উত্তোলন,প্যারেড ও কুচকাওয়াজের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধানতা ও জাতীয় দিবস-২০১৫।

বৃহস্পতিবার ভোরে মেহেরপুর মহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তপোধ্বনীর মধ্যে দিয়ে দিবস টির সূচনা করা হয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল ৩১ বার তপোধ্বনীতে অংশ নেন। এছাড়াও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালন করে জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সাসাজিক সংগঠনগুলো।

(ইএম/এএস/মার্চ ২৬, ২০১৫)