সিংড়া (নাটোর) প্রতিনিধি : স্বাধীনতার বীর শহীদদের শ্রদ্ধা জানাতে নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস। এ উপলক্ষে বৃৃহস্পতিবার দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিবসটি শুরু হয়। এসময় রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সিংড়া কোর্ট মাঠে সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানোর মাধ্যমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কলা কৌশলীরা মনোজ্ঞ ডিসপ্লেতে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ইউএনও সালমা খাতুন, সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াদুদ দুদু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ। এর পরে প্রতিমন্ত্রী পলক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেন এবং স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।

(এমএআর/এএস/মার্চ ২৬, ২০১৫)