আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দেশের অন্যান্য স্থানের মত বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও আওয়ামী লীগ পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপালন করেছে।

৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে প্রশাসন দিবসের সূচনা করেন। সকালে শহীদ আ.রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে শিক্ষার্থীরের ডিসপ্লে, কুচকাওয়াজ, সালাম গ্রহন শেষে ১১টায় সহস্রাধিক জনতার কন্ঠে একত্রে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একই মাঠের স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রায়, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত প্রমুখ। পরে প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(টিবি/এএস/মার্চ ২৬, ২০১৫)