নওগাঁ প্রতিনিধি : রবিবার রাতে নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামে এক সন্তানের জননী তৃপ্তী রাণী (২৫) নামে এক গৃহবধুকে হত্যা করা হয়েছে। ঘটনায় সোমবার সকালে স্বামী প্রদীপ দেবনাথ (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, উপজেলার শিয়ালা গ্রামের নরত্তোম দেবনাথের মেয়ে তৃপ্তী রাণীর একই উপজেলার খট্টেশ্বর গ্রামের আনন্দ দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয়। বিয়ের বছর কয়েক পর প্রদীপ তার শ্বশুর নরত্তোম এর কাছে দু’লাখ টাকা দাবি করে। আর এই দাবিকৃত টাকা না দেয়ার জের ধরে প্রায়ই স্বামী প্রদীপ তার স্ত্রী তৃপ্তী রাণীকে মারপিট করত। শারীরিক নির্যাতন থেকে রক্ষা পাবার জন্য তৃপ্তী রাণী বাবার বাড়ি চলে যান। টাকার কোন দাবি ও শারীরিক নির্যাতন করবে না মর্মে প্রদীপ এর কাকা দুলাল দেবনাথ শনিবার গৃহবধু তৃপ্তি রানীকে স্বামীর বাড়িতে নিয়ে আসে। পর দিন রবিবার রাত অনুমান সাড়ে ৭টায় প্রদীপের বাড়ির বারান্দায় গৃহবধুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরণ করে। গৃহবধুর গলায় আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

এদিকে গৃহবধুর বাবা নরত্তোম দেবনাথ বাদি হয়ে সোমবার স্বামী প্রদীপসহ ৭জনকে আসামী করে রাণীনগর থানায় একটি হত্যা মমালা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সোমবার সকালে স্বামী প্রদীপকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকবর আলী জানান।

(বিএম/অ/মে ১২, ২০১৪)