টাঙ্গাইল প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে পুলিশ গ্রেফতার করেনি।

শুক্রবার সকালে টাঙ্গাইল জেলা পরিষদ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং এর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

আইজিপি বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিনকে যদি আমরা গ্রেফতার করতাম, তাহলে আমরা অবশ্যই তাকে আদালতে হাজির করতাম।

তিনি বলেন, সালাহ উদ্দিনের পরিবার এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি পুলিশের কাছে। শুধু মুখেই অভিযোগ করেছেন। তারপরও আমরা তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সারাদেশের মানুষ আজ হরতাল-অবরোধ প্রত্যাহার করে নাশকতাকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আইজিপি সব থানাকে দালালমুক্ত করার ঘোষণা দিয়ে থানায় কোনো দালাল ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশে দেন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি)। এছাড়া কোনো পুলিশ সদস্য থানায় গেলে তাদের যথাযথ সম্মান দিতে বলেন।

তিনি বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামিরা যতোই শক্তিশালী হোক, তারা আইনের ঊর্ধ্বে নয়। তারা যদি দেশে থাকে তাহলে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনা হবে। আর যদি তা নয় তাহলে দ্রুতই চার্জশিট দেওয়া হবে।

আইজিপি আরো বলেন, টাঙ্গাইলকে মাদকমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো এলাকায় যদি মাদক বিক্রেতা থাকে তাহলে ওই এলাকার পুলিশিং কমিটির সাহায্য নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্য শেষে জেলা পুলিশিং কমিটির সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইজিপি। এ সময় পুলিশিং কমিটির সদস্যরা টাঙ্গাইলকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে জেলা পুলিশ সুপারকে (এসপি) আরও দুই বছর এই জেলায় রাখতে জোর দাবি জানান।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

(ওএস/এএস/মার্চ ২৭, ২০১৫)