স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইংল্যান্ড আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে। সেখানে সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নিয়ে ফেললেন ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার অ্যাশলে কোল।

চেলসির এ ডিফেন্ডার বিশ্বকাপ দলে যে জায়গা পাবেন না, সেটা হয়তো ভাবতেও পারেননি। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্নেই হয়তো বিভোর ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সবুজ সংকেতটি পেলেন না কোচ রয় হজসনের কাছ থেকে। আজ কোলকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা করলেন হজসন।

কোচের কাছ থেকে খবরটি জানার পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী কোল, ‘আমার সঙ্গে কোচের কথা হয়েছে আর আমি মেনে নিয়েছি যে ইংল্যান্ড দলটা তরুণদের নিয়েই গঠন করা উচিত। আমার মনে হয়, ইংল্যান্ড দল থেকে বিদায় নেওয়াটাই আমার জন্য ভালো হবে।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ সাফল্যও কামনা করেছেন কোল।

২০০১ সালে অভিষেকের পর জাতীয় দলের জার্সি গায়ে ১০৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ইংলিশ ডিফেন্ডার। দলের এই অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা নিশ্চিতভাবে কঠিন ছিল কোচ হজসনের জন্যও।

(ওএস/পি/মে ১২,২০১৪)