নওগাঁ প্রতিনিধি : 'নার্স স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনে সহায়ক শক্তি' এই প্রতিপাদ্য নিয়ে, ফেষ্টুন উড়িয়ে, বর্ন্যাঢ্য র‌্যালী,  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার নওগাঁয় আর্ন্তজাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ এনামুল হক। সকালে নার্স ট্রেনিং ইন্সটিটিউট থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। নার্সিং ইন্সটিটিউট ও নওগাঁ সদর হাসপাতাল এর আয়োজন করে। পরে নার্স ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইন্সটিটিউটের ইনচার্জ হামিমা উম্মে মোরশেদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হাবীব নেওয়াজ হিরু, ডা. মাহফুজুর রহমান, ডা. কাজী মিজানুর রহমান, নাসিং ইন্সট্রাক্টর জীবন নেছা, নার্স সুপারভাইজার লায়লা আরজুমান্দ বানু, পাবলিক হেলথ নার্স রেবেনা খাতুন, গোলাম কবির খান, ছাত্রী ববি নাজনীন প্রমুখ বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।

(বিএম/অ/মে ১২, ২০১৪)