মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৭ এর উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। ১৯৯৭ ব্যাচের সভাপতি ডা. কাজল আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মাসুদা খানম, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রবিন্দ্রনাথ সাহা, সহকারী শিক্ষক মোজাম্মেল হক। পরে জেলা প্রশাসক মাহমুদ হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

এলাকার সকল শ্রেণী পেশার সহস্রাধীক মানুষ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা গ্রহন করেন। মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া রোগীদের বিনামূল্যে ঔষধ দেয়া ও ইসিজি পরীক্ষা করানো হয়।

(ইএম/এএস/মার্চ ২৭, ২০১৫)